ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ৭ আগস্ট ২০২৪  
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

বাংলাবান্ধা স্থলবন্দর

দুইদিন বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৭ আগস্ট) সকালে এই বন্দরে দিয়ে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়। বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড-এর ম্যানেজার আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন। 

স্থলবন্দর সূত্র জানায়, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর গত সোমবার ও গতকাল মঙ্গলবার বন্ধ ছিল। আজ বুধবার সকালে বন্দরটির কার্যক্রম আবারও সচল হয়। দুপুর পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য বোঝাই ৯৪টি গাড়ি ভারত ও ভুটানে যায়। এসময় বাংলাদেশে পাথরসহ ২৭টি পণ্যবাহী ট্রাক প্রবেশ করে।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড-এর ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, দুইদিন পর আবারও স্থলবন্দর সচল হয়েছে। পণ্য আমদানি ও রপ্তানি হচ্ছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরো পড়ুন:

নাঈম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়