চট্টগ্রামে পুলিশের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
সরকার পদত্যাগের পর সারা দেশে পুলিশ হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।
বুধবার (৭ আগস্ট) বিকেলে নগরীর দামপাড়াস্থ পুলিশ লাইন্সে পুলিশ কমিশনারের কার্যালয়ে সামনে সাদা পোশাকে জড়ো হয়ে তারা বিক্ষোভ করেন। পুলিশের অধস্থন কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া পুলিশ সদস্যরা জানান, সরকারের পদত্যাগের পর চট্টগ্রামের পুলিশ কমিশনারসহ কোনো কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারা সাধারণ পুলিশ সদস্যদের মৃত্যুর মুখে রেখে আত্মগোপনে যান। আমরা যখন হামলার মুখোমুখি তখন কিছু কর্মকর্তা আমাদের পাশে ছিলেন। তারাই আমাদের রক্ষার চেষ্টা করেছেন।
রেজাউল/মাসুদ