হিলি শহর পরিষ্কার করতে রাস্তায় শিক্ষার্থীরা
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

দিনাজপুরের হিলি শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শহরের চারমাথা, সিপি, বাজার ও রেলস্টেশনের সব ময়লা-আবর্জনা পরিষ্কার করেন তারা।
বুধবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হয় তাদের কার্যক্রম। রাত ৭টায় মোমবাতি প্রজ্বলনের মধ্যদিয়ে শেষ হয় শিক্ষার্থীরা সারাদিনের কর্মসূচি।
এ সময় শিক্ষার্থীরা জানান, আমরা দেশকে আবারও স্বাধীন করেছি। আজ আমরা স্বাধীন, তবে দেশে যে নৈরাজ্য ভাঙচুর লুটপাট হয়েছে, এটা আমাদের মোটেও কাম্য ছিলো না। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা স্বাধীন দেশে, ব্যক্তির স্বাধীনতা নিয়ে বসবাস করবো সবাই। তবে যদি আর কোথাও কোনো ভাঙচুর, লুটপাট ও হামলা হয় তাহলে আমরা ছাত্র সমাজ তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো।
শিক্ষার্থীরা আরও জানান, কোটাবিরোধী আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল-লাঠিসোঁটা পরিষ্কারসহ শহরের নানান আবর্জনা পরিষ্কার করতে হবে। এই হিলি শহর শুধু একা আমাদের নই, এই শহর সবার। আসুন আমরা সবাই মিলে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করি।
মোসলেম/ইমন