ঠাকুরগাঁওয়ে বাস-তেলবাহী ট্যাংকার সংঘর্ষে নিহত ২
ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ঠাকুরগাঁও সদর উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের সত্যপীর ব্রিজ এলাকায় বাস-তেলবাহী ট্যাঙ্কার মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছেন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকালে ঠাকুরগাঁওয়ের সত্যপীর ব্রিজ এলাকায় তেলবাহী ট্যাংকারের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী এন্টারপ্রাইজের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্যাংকারচালক মো. শাহাদাত (৪৫) মারা যান। অপরদিকে গুরুতর আহত অবস্থায় শ্যামলী বাসের যাত্রী মোহাম্মদ সানাউল্লাহ হোসেনকে (৩০) স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ট্যাংকারচালক শাহাদাত ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার বাসিন্দা এবং নিহত বাসযাত্রী সানাউল্লাহ ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার চামেশ্বরী গ্রামের বাসিন্দা ।
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার মো. রাকিবুল ইসলাম চয়ন বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। একজনকে মৃত অবস্থায় ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে আসা হয়। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
হিমেল/টিপু