ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

গেট ভেঙে কুষ্টিয়া কারাগার থেকে পালিয়েছে ১০৪ বন্দি

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ৮ আগস্ট ২০২৪  
গেট ভেঙে কুষ্টিয়া কারাগার থেকে পালিয়েছে ১০৪ বন্দি

ফাইল ফটো

কুষ্টিয়া জেলা কারাগারের গেট ভেঙে ১০৪ আসামি পালিয়েছেন। তাদের ঠেকাতে গিয়ে আহত হয়েছেন তিন কারারক্ষী। খবর পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার (৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া জেলা কারাগারের জেলার আবু মুসা বলেন, বুধবার দুপুরে আদালত থেকে জামিন পাওয়া আসামিদের মুক্ত করার কাজ চলছিল। জেল গেটে জামিন প্রাপ্তদের বসিয়ে লেখালেখির কাজ হচ্ছিল। সে সময় ভেতর থেকে অন্য আসামিরা এসে ফটক ও তালা ভাঙার চেষ্টা করেন। বাধা দিতে গেলে কাঠ দিয়ে আঘাত করে তিন কারারক্ষীকে আহত করেন তারা। পরে কারাগারের গেট ভেঙে ১০৪ আসামি পালিয়ে যান। এর মধ্যে হত্যা মামলার আসামি সজীবও আছেন। তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

কুষ্টিয়ার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল মাহাবুবুল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারাবন্দিদের শান্ত হতে বলা হয়েছে।

কাঞ্চন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়