ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি বিএনপি নেতা দুলুর

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ৮ আগস্ট ২০২৪   আপডেট: ১৫:২৬, ৮ আগস্ট ২০২৪
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি বিএনপি নেতা দুলুর

আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধের দাবি করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে জেলা বিএনপি’র আয়োজনে জনসভায় তিনি এই দাবি করেন।

দুলু বলেন, প্রথম স্বাধীনতার জন্য যদি জামায়াতকে নিষিদ্ধ করা হয়, তাহলে দ্বিতীয় স্বাধীনতার জন্য আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা হোক। গত ১৭ বছর নাটোরের মানুষ কথা বলতে পারেনি।

তিনি বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করে পালিয়ে গেছেন। বিপদে ফেলে গেছেন, ভোটারবিহীন যাদের এমপি বানিয়েছিলেন তাদের। এসব এমপিরা জনগণের কোটি কোটি টাকা মেরে বিদেশে পাচার করেছেন। তারা আজ দেশ থেকে পালানোর চেষ্টা করছেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল প্রমুখ।

আরিফ/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়