ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

রাবি উপাচার্যের পদত্যাগ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ৮ আগস্ট ২০২৪  
রাবি উপাচার্যের পদত্যাগ

অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল ৩টার দিকে উপাচার্য তার পদ থেকে পদত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাবি উপাচার্য কার্যালয়ের সচিব মীর শাহজাহান আলী জাকির।

মীর শাহজাহান আলী জাকির বলেন, ‘উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বিকেল ৩টা ২ মিনিটে তার পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।’ 

উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে আচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।’

আরো পড়ুন:

উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে, ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজ ইনিস্টিউটের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, লিগ্যাল সেলের প্রশাসক সাদিকুল ইসলাম, প্রক্টরিয়াল বডির সকল এসিস্ট্যান্ট প্রক্টর, বিশ্ববিদ্যালয় প্রেসের প্রশাসক সাখাওয়াত হোসেন এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক অধ্যাপক মাহফুজুর রহমান তাদের নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

তাদের মধ্যে প্রক্টর ও ছাত্র উপদেষ্টা ছাড়া সবাই বৃহস্পতিবার (৮ আগস্ট) পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন পদত্যাগপত্র জমা দেওয়া এক প্রশাসক। তিনি বলেন, ‘উপাচার্যসহ সবাই আজকে পদত্যাগপত্র জমা দেন। তবে প্রক্টর ও ছাত্র উপদেষ্টা গত ৬ আগস্ট পদত্যাগ করেন।’ 

এর আগে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপাচার্য ও উপ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান জানিয়ে আলটিমেটাম দেওয়া হয়।

কেয়া/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়