ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবককে হত্যা 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ৮ আগস্ট ২০২৪  
ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবককে হত্যা 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ডাকাত সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৭ আগস্ট) দিবাগত রাতে তাকে গণপিটুনি দেওয়া হয়।

এদিকে, নাচোল উপজেলায় স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। 

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার দহাপাড়া গ্রামের বাহার আলীর ছেলে সানোয়ার (২১) ও নাচোল উপজেলার পীরপুর গ্রামের মজিদুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (১৪)। 

আরো পড়ুন:

ভোলাহাট থানার ওসি সুমন কুমার জানান, উপজেলার জামবাড়ীয়া ডিগ্রি কলেজের কাছে ভ্যানগাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা করছিল সানোয়ার ও তার সহযোগীরা। এ সময় স্থানীয়রা গণপিটুনি দিলে সানোয়ারের মৃত্যু হয়। তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। 

আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তার লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান ওসি।  

নাচোল থানা ওসি তারেকুর রহমান সরকার জানান, বুধবার (৭ আগস্ট) সন্ধ্যা থেকে স্কুলছাত্র ইসমাইল নিখোঁজ ছিল। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। 

ওসি বলেন, ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে ইসমাইলের লাশ হস্তান্তর করা হয়।

শিয়াম/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়