ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

১ সেপ্টেম্বর থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ৮ আগস্ট ২০২৪  
১ সেপ্টেম্বর থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

কাপ্তাই হ্রদ

আগামী ১ সেপ্টেম্বর থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু হতে যাচ্ছে। ৩১ আগস্ট দিবাগত মধ্যরাত থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের মিলনায়তনে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে সিন্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। 

গত ২৫ এপ্রিল থেকে ২৪ জুলাই পর্যন্ত অর্থাৎ তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা দেওয়া হয়। যথারীতি ২৫ জুলাই থেকে মৎস্য আহরণ শুরুর কথা থাকলেও হ্রদে যথেষ্ট পানি না থাকায় আরও ১ মাস ৬ দিন বাড়িয়ে অর্থাৎ ৩১ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। বৈঠকে কাপ্তাই হ্রদে মাছ শিকারে কাচকি জাল এবং কারেন্ট জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান জেলা প্রশাসক।

আরো পড়ুন:

বৈঠকে রাঙামাটি মৎস্য উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপক আশরাফুল আলম ভূঁইয়া, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক জোবায়দা আক্তার, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এবং মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

কাপ্তাই হ্রদে মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণে প্রতি বছরের তিন মাসের জন্য মৎস্য আহরণে নিষধাজ্ঞা দেওয়া হয়। মৎস্য আহরণ বন্ধের সময়ে সরকার জেলেদের চালসহ অন্যান্য সহযোগিতা দেয়। 

বিজয়/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়