পুলিশের গুলিতে আহত হাসিবুলের মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার সাভারে পুলিশের গুলিতে আহত হন মাদারীপুরের কালকিনির হাসিবুল ইসলাম।
চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (৭ আগস্ট) সাভারের এনাম মেডিক্যালে মৃত্যু হয়েছে তার। তিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলী নগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের দেলোয়ার ঢালির ছেলে।
এদিকে হাসিবুলের মৃত্যু খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাসিবুলের মৃত্যুর সংবাদ পেয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও সমাজিক সংগঠনের কর্মীসহ বিভিন্ন পেশার লোকজন হাসিবুলের পরিবারকে সান্তনা দিতে যান।
হাসিবুলের পারিবারের সদস্যরা জানান, গত ৪ আগস্ট কাজের সন্ধানে ঢাকার সাভার এলাকায় যান হাসিবুল। ৫ আগস্ট সকালে হাসিবুল কাজ ফেলে আন্দোলনকারীদের সাথে মিছিলে অংশ নেন। সে সময় পিছন থেকে পুলিশের ছোড়া গুলি তার মাথায় লাগে। এতে খুব বাজেভাবে আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার রাতে মৃত্যু হয় তার।
নিহতের বাবা দেলোয়ার ঢালি বলেন, ‘আমার নিরীহ ছেলেকে পুলিশ গুলি করে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’
বেলাল রিজভী/সনি