ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে কালভার্ট ধসে আলেকজান্ডার-সোনাপুর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ৯ আগস্ট ২০২৪   আপডেট: ০৯:০২, ৯ আগস্ট ২০২৪
লক্ষ্মীপুরে কালভার্ট ধসে আলেকজান্ডার-সোনাপুর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার-সোনাপুর সড়কে জোয়ারের স্রোতে কালভার্ট ধস ও সড়কের দুই পাশ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোরে ব্যস্ততম সড়কটির চর আলগী ইউনিয়ন নবিয়ল মোড়ে নির্মিত ৫ মিটার দৈর্ঘ্যের কালভার্টটি পুরোটাই ধসে পড়ে। এতে আলেকজান্ডার-সোনাপুর (নোয়াখালী সদর ও সূবর্ণচর) উপজেলার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়াও সেতুর দুই পাশের বেশ কয়েকটি ফাটল দেখা দেওয়ায় জনমনে স্থায়ী দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে।  

সরেজমিনে গিয়ে দেখা যায়, কালভার্ট ধসে পড়ায় সড়কের দুই পাশেই স্থানীয় লোকজন গাছ দিয়ে ব্যারিকেড দিয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত সড়কের বিকল্প হিসেবে স্থানীয় প্রশাসন নুরিয়া হাজীর হাট থেকে ভাই ভাই তেহমুনি হয়ে চলার পরামর্শ দিয়েছেন। এ সড়কটি প্রস্থে কম ও আধাপাকা হওয়ায় বড় যানবাহন চলাচল করতে পারছে না। অন্যদিকে অতিরিক্ত যানবাহনের চাপে গ্রামীণ সড়কটিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

জানা যায়, সোমবার (৫ আগস্ট) বিকেলে জোয়ারের অতিরিক্ত স্রোতে রামগতি উপজেলার আলেকজান্ডার-সোনাপুর সড়কের নবিয়ল মোড়ের কালভার্টটির একটি অংশ এবং দু’পাশের সংযোগ সড়কের প্রায় ১০ মিটার ধসে পড়ে। এর ফলে বন্ধ হয়ে যায় বড় যানবাহন চলাচল। এর পরের দিন মঙ্গলবার ১০-১২ জন শ্রমিক সংস্কারের কাজ শুরু করেন। কিন্তু প্রতিদিন দুবারের জোয়ার ও তীব্র স্রোতে সংস্কার কাজ করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। ইতোমধ্যে জিও ব্যাগসহ বেশ কিছু সংস্কার সরঞ্জাম আনা হয়েছে।

এলাকাবাসীর দাবি, আঞ্চলিক সড়ক হিসেবে গুরুত্বপূর্ণ হওয়ায় এবং প্রতিনিয়তই ভারী যানবাহন চলাচল করায় এখানে একটি স্থায়ী বেইলি সেতু করা হক। 

এ সড়কে নিয়মিত চলাচলকারী শিক্ষক নুরুল আলম, জামাল উদ্দিনসহ বেশ কয়েকজন জানান, কালভার্ট ও সড়ক ধসে পড়ায় এখন চলাচল বন্ধ রয়েছে। এখন অনেকটা রাস্তা ঘুরে কর্মস্থলে যেতে হয়েছে। দ্রুত কালভার্ট ও সড়কটি সংস্কার করার দাবি জানিয়েছেন তারা।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন জানান, সড়ক ও জনপদ বিভাগের মাধ্যমে বিচ্ছিন্ন হওয়া সড়ক ও কালভার্টটির সংস্কার কাজ করা হবে। ক্ষতিগ্রস্ত কালভার্টটির স্থলে একটি বেইলি ব্রিজ স্থাপনের চেষ্টা করা হচ্ছে। 

জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে আমরা এটা নিয়ে কাজ করছি। একটি বেইলি ব্রিজ এনে দ্রুত সেখানে স্থাপন করা হবে।

জাহাঙ্গীর/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়