ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

ভারতে যাওয়ার সময় আ.লীগ কর্মী আটক

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ৯ আগস্ট ২০২৪   আপডেট: ০৯:২৪, ৯ আগস্ট ২০২৪
ভারতে যাওয়ার সময় আ.লীগ কর্মী আটক

সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সমর্থক ও আওয়ামী লীগ কর্মী আমজাদ হো‌সেনকে আটক করেছে বিজিবি।  

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে সন্ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে এমন মানুষ ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যেতে পারে-এমন ত‌থ্যের ভিত্তিতে সীমান্তের তল্লাশি চৌকিতে বিশেষ নজর রাখা হয়। 

তিনি আরও বলেন, দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয়-পরবর্তী পরিস্থিতিতে কিছু দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় কেউ যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন, সেজন্য সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এ সময় আটক ব্যক্তিকে বর্তমানে বিজিবি হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি। 

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার সকালে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর ক্যাশিয়ার ও মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নীরব হোসেন টুটুলকে আটক করে বিজিবি।

শাহীন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়