ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

সাতক্ষীরার থানা থেকে লুট হয়ে যাওয়া ৬ অস্ত্র ও গুলি উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ৯ আগস্ট ২০২৪   আপডেট: ১০:০৪, ৯ আগস্ট ২০২৪
সাতক্ষীরার থানা থেকে লুট হয়ে যাওয়া ৬ অস্ত্র ও গুলি উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র, গুলি, মোটরসাইকল ও ফ্রিজ উদ্ধার হয়েছে। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে থানার পিছনে একটি পুকুরের পাড়ে কিছু অস্ত্র দেখতে পেয়ে তারা প্রশাসনকে অবহিত করেন।

ডিজিএফআই সদস্য মামুন ও ডিএসবি রাসেল গিয়ে ৪টি রাইফেল, ২টি শর্ট গান, ৫১টি গুলি, ৫টি ম্যাগজিন উদ্ধার করেন। 

এছাড়াও শ্যামনগর প্রেস ক্লাবের সামনে ২টি পোড়া মোটরসাইকেল ও থানার একটি ফ্রিজ কে বা কারা রেখে যায়।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার (এপি) মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী জানান, লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য জিনিসপত্র ফিরিয়ে দিতে দু’দিন ধরে এলাকাজুড়ে মাইকিং হচ্ছে। পুলিশের আহবানে সাড়া দিয়ে স্থানীয়রা বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় সেসব অস্ত্র ও গুলি রেখে যাচ্ছে।

তিনি আরও জানান, একটি ফ্রিজ ও আগুনে পুড়ে যাওয়া কয়েকটি মটরসাইকেলেরও সন্ধান মিলেছে।

উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে একদল দুস্কৃতিকারী দেয়াল ভেঙে ভিতরে ঢুকে পুলিশের দু’টি ভ্যানে আগুন লাগিয়ে দেয়। এসময় প্রাণ নিয়ে পালিয়ে যেতে পারলেও পুলিশের ফেলে যাওয়া অসংখ্য অস্ত্রসহ পর্যাপ্ত গুলি এবং মূল্যবান সব জিনিসপত্র লুট হয়।

শাহীন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়