সুনামগঞ্জে ১১ দফা দাবিতে পুলিশ সদস্যদের নানা কর্মসূচি
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৯:৫৮, ৯ আগস্ট ২০২৪
আপডেট: ১০:০০, ৯ আগস্ট ২০২৪

সুনামগঞ্জে ১১ দফা দাবিতে পুলিশ সদস্যরা কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ পুলিশ লাইন্সের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন তারা।
বক্তারা বলেন, পুলিশের ঊর্ধ্বতন কিছু অসাধু কর্মকর্তাদের কারণে আজ আমরা জাতীর কাছে ভিলেনে পরিণত হয়েছি। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যাদের কারণে আজ এই অবস্থা, তাদের বিচার চাই। এ সময় ১১ দফা দাবি উপস্থাপন করা হয় এবং দ্রুত দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়।
এ সময় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এম এন মুর্শেদসহ শতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
মনোয়ার/কেআই