লোহাগড়ায় ধানের চারার হাট জমজমাট
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন হাটে আমন ধানের চারা বেচা-কেনা জমে উঠেছে। লোহাগড়া সাবেক ইউনিয়ন পরিষদ চত্বরে বিশাল এলাকা জুড়ে সকাল থেকেই বসে এ হাট। বর্তমানে চারার দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় ক্রেতারাও বেশ খুশি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে লোহাগড়ার হাট ঘুরে দেখা গেছে, আমন ধানের চারা কিনতে বহু দূরদূরান্ত থেকে কৃষকরা এসেছেন। লোহাগড়াসহ আশ-পাশের জেলার বেশীর ভাগ এলাকায় এখন চলছে আমন ধান লাগানোর ভরা মৌসুম। তবে প্রকৃতির উপর নির্ভর করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে এ অঞ্চলের কৃষকরা রোপা আমন ধান চাষ করে থাকেন। কৃষকরা এখন মাঠে জমি পরিচর্যায় ব্যস্ত। বর্তমানে আবহাওয়া ভালো থাকায় এ অঞ্চলে আমন ধান চাষে আগ্রহী হয়েছেন কৃষকরা। আমন ধানের চারা কিনতে কৃষকরা ছুটছেন লোহাগড়ার বিভিন্ন চারার হাট গুলোতে।
উপজেলার জয়পুর ইউপির আমডাঙ্গা গ্রামের কৃষক ফরিদ ভূঁইয়া বলেন, আমি উপজেলা কৃষি অফিসারের পরামর্শে বিএডিসি অফিস থেকে ৪৫ কেজি ধান সংগ্রহ করে ১৫ শতক জমিতে চারা ফলাই। এতে যে ধানের চারা হয়েছে তা দিয়ে আমার ১২০ শতক জমিতে রোপণ করে বাকি চারা আমি ৫ হাজার টাকা বিক্রয় করেছি এবং আমি আরো ৫ হাজার টাকার বিক্রি করতে পারবো।
লোহাগড়া হাটে আসা কাশিয়ানী উপজেলার শংকর পাশা গ্রামের কৃষক লাভলু মুন্সী বলেন, এ হাটের আমন ধানের চারা ভালো এবং দামও কমে কিনতে পারি। তাই এখানে এসেছি। প্রতি বছর এখান থেকে চাহিদা ও পছন্দ মত ধানের চারা কিনে জমিতে রোপণ করে থাকি।
লোহাগড়া হাট-বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, আমাদের এখানে বড় আমন ধানের চারার হাট বসে। তবে অন্য বারের চেয়ে এবার যেন চারার হাট আরো জমজমাট হয়েছে। দূর-দূরান্ত থেকে কৃষকরা আসে তাদের পছন্দ মত আমন ধানের চারা কিনতে।
লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার বলেন, কৃষকদের সঠিক ভাবে বীজ উৎপাদনের পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা বীজতলা তৈরি থেকে শুরু করে ধানের বীজ সংগ্রহ করে দেওয়া এবং বিভিন্ন ভাবে কৃষকদের সহযোগিতা করে থাকি।
শরিফুল/ইমন