ঢাকা     শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১২ ১৪৩২

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুব, সম্পাদক বাহারি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ৯ আগস্ট ২০২৪  
কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুব, সম্পাদক বাহারি

কক্সবাজার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সৈকতের সম্পাদক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রবীণ সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সদস্যদের উপস্থিতিতে এক বিশেষ সভায় ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়।

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি জিএএম আশেক উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম হেলালি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনছার হোসেন, ক্রীড়া সম্পাদক এম আর মাহবুব, পাঠাগার সম্পাদক হাসানুর রসীদ।

নির্বাহী সদস্যরা হলেন- আতাহার ইকবাল, মুহম্মদ নুরুল ইসলাম, কামাল হোসেন আজাদ, শামসুল হক শারেক, আবু সিদ্দিক ওসমানী, মোহাম্মদ হাশিম ও এম আর খোকন।

তারেকুর/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়