কমলগঞ্জে ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আলোচনা ও শোক মিছিল
মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

মৌলভীবাজারের কমলগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের ব্যানারে আদমপুর তেতইগাঁও রশিদ উদ্নি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুজ্জামানের সভাপতিত্বে ও সমাজসেবক মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মৌলভীবাজার সরকারি কলেজের সমন্বয়ক ও প্রবাহ সাহিত্য সংসদের পরিচালক মো. জিয়াউর রহমান।
বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষের অংশগ্রহণে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা, শিক্ষক সাহানুর রহমান, মুফতি নুরুল হুদা প্রমুখ।
এসময় পুলিশের গুলিতে আহত এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র তোফাজ্জল হোসেন গুলিতে তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হওয়া চিহ্ন প্রদর্শন করে।
পরে স্থানীয় আদমপুর বাজারে শোক মিছিল অনুষ্ঠিত হয়।
হামিদ/টিপু