বৈষম্যবিরোধী আন্দোলন: নিহত শিক্ষার্থীদের জন্য বিএনপির দোয়া
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুমিল্লা নগরীর কান্দিরপাড় জামে মসজিদে নিহত শিক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে কুমিল্লায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় জামে মসজিদে জুমার নামাজ শেষে এই দোয়ার আয়োজন করে মহানগর বিএনপি। মসজিদের ইমাম মুফতি ইব্রাহীম ক্বাদেরী দোয়া পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার ও স্থানীয় বাসিন্দারা।
রুবেল/মাসুদ