ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বাইরে গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ৯ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:৩০, ৯ আগস্ট ২০২৪
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বাইরে গোলাগুলি

চট্টগ্রামের কোতোয়ালী থানার আওতাধীন কেন্দ্রীয় কারাগারের বাইরে ব্যাপক গোলাগুলি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৯ আগস্ট) জুমার নামাজের পরপরই গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুষ্কৃতকারীরা কারাগারে হামলা চালিয়ে প্রধান ফটক ভাঙার চেষ্ঠা করে। একই সময় কয়েদিরা কারাগারের ভেতর কারারক্ষীদের উপর হামলা চালায়। এই সময় ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। পরে সেনাবাহিনীর একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

আরো পড়ুন:

চট্টগ্রাম জেল সুপার মঞ্জুর হোসেন জানান, জেলখানায় আসামিরা পালিয়ে যেতে বিদ্রোহ করার চেষ্টা করেছিলো।পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় কেউ পালাতে পারেনি। সেনাসদস্যরা আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়