ঢাকা     রোববার   ০৬ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৪ ১৪৩১

মৌলভীবাজারে ২ পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান নিহত

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ৯ আগস্ট ২০২৪   আপডেট: ১৯:৪৪, ৯ আগস্ট ২০২৪
মৌলভীবাজারে ২ পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান নিহত

ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা

মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মধুর বাজার এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধ শতাধিক। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মধুর বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান গ্রুপ ও অন্য একটি গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের মধ্যে বন্দুকের গুলি বিনিময় হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম ছানা। তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সেনাবাহীনির মৌলভীবাজার ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার হেলাল উদ্দিন বলেন, দুই পক্ষের সংঘর্ঘের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। ধারালো অস্ত্র, ইটপাটকেল ও আগ্নেয়াস্ত্রের ব্যবহার করা হয়েছে। সংঘর্ষে অনেকে আহত হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, চেয়ারম্যানের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে সেনাবাহীনি মোতায়েন রয়েছে।

হামিদ/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়