চট্টগ্রাম নগরের ১১ থানার কার্যক্রম শুরু, নিরাপত্তায় সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ১৬ থানার মধ্যে ১১ থানার কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে বিকেলের মধ্যে এসব থানার কার্যক্রম শুরু হয়। প্রতিটি থানা ও পুলিশ সদর দপ্তরে নিরাপত্তা নিশ্চিত করেছে সেনাবাহিনীর সদস্যরা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নগর গোয়েন্দা পুলিশের সদস্যরাও শুক্রবার থেকে অফিস করতে শুরু করেছেন।
কার্যক্রম শুরু হওয়া থানাগুলো হচ্ছে- চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, খুলশী, পাঁচলাইশ, সদরঘাট, চকবাজার, বাকলিয়া, পাহাড়তলী, আকবরশাহ, কর্ণফুলী ও বন্দর।
সিএমপি কমিশনার সাইফুল ইসলাম জানান, যেসব থানায় হামলা হয়নি বা কম ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব থানার কার্যক্রম শুরু হয়েছে। সিএমপির ৫ থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে, সেসব থানায় পুলিশ সদস্যরা এলেও সেখানে বসার মতো অবস্থা নেই। ফলে এসব থানায় কার্যক্রম শুরু করা যায়নি। তবে এসব থানার পুলিশ সদস্যরা হাজির আছেন।
রেজাউল/মাসুদ