ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

চট্টগ্রাম নগরের ১১ থানার কার্যক্রম শুরু, নিরাপত্তায় সেনাবাহিনী 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ৯ আগস্ট ২০২৪  
চট্টগ্রাম নগরের ১১ থানার কার্যক্রম শুরু, নিরাপত্তায় সেনাবাহিনী 

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ১৬ থানার মধ্যে ১১ থানার কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে বিকেলের মধ্যে এসব থানার কার্যক্রম শুরু হয়। প্রতিটি থানা ও পুলিশ সদর দপ্তরে নিরাপত্তা নিশ্চিত করেছে সেনাবাহিনীর সদস্যরা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নগর গোয়েন্দা পুলিশের সদস্যরাও শুক্রবার থেকে অফিস করতে শুরু করেছেন। 

কার্যক্রম শুরু হওয়া থানাগুলো হচ্ছে- চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, খুলশী, পাঁচলাইশ, সদরঘাট, চকবাজার, বাকলিয়া, পাহাড়তলী, আকবরশাহ, কর্ণফুলী ও বন্দর।

আরো পড়ুন:

সিএমপি কমিশনার সাইফুল ইসলাম জানান, যেসব থানায় হামলা হয়নি বা কম ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব থানার কার্যক্রম শুরু হয়েছে। সিএমপির ৫ থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে, সেসব থানায় পুলিশ সদস্যরা এলেও সেখানে বসার মতো অবস্থা নেই। ফলে এসব থানায় কার্যক্রম শুরু করা যায়নি। তবে এসব থানার পুলিশ সদস্যরা হাজির আছেন। 

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়