ঢাকা     সোমবার   ১৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩ ১৪৩১

সেনাবাহিনীর হেফাজতে চট্টগ্রামের সাবেক এমপি এম এ লতিফ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ৯ আগস্ট ২০২৪   আপডেট: ২১:৩৩, ৯ আগস্ট ২০২৪
সেনাবাহিনীর হেফাজতে চট্টগ্রামের সাবেক এমপি এম এ লতিফ

চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ

তীব্র জনরোষ থেকে উদ্ধার করে চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে তাকে নগরের পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে উদ্ধার করে হেফাজতে নেয় সেনা সদস্যরা। তিনি ওই এলাকায় এক আত্মীয়ের বাসায় ছিলেন বলে জানা গেছে। 

এম এ লতিফ চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের চার বারের সাংসদ সদস্য ছিলেন। তিনি সদ্য বিলুপ্ত জাতীয় সংসদেরও সদস্য ছিলেন। 

স্থানীয় বাসিন্দারা জানান, এম এ লতিফ গত কয়েকদিন ধরে মালুম মসজিদ এলাকায় এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন। আজ তিনি ওই এলাকার একটি মসজিদে জুমার নামাজ পড়তে যান। এসময় স্থানীয় লোকজন তাকে ঘিরে ধরে। পরে তিনি আত্মীয়ের বাসায় আশ্রয় নেন। পরে বিক্ষুব্ধ লোকজন ওই বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে এম এ লতিফকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। 

আরো পড়ুন:

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়