ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাঁশের বেতে জীবিকা নির্বাহ হচ্ছে রোদ্রগ্রামের কয়ছর আলীর

মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ১০ আগস্ট ২০২৪   আপডেট: ১২:০৩, ১০ আগস্ট ২০২৪
বাঁশের বেতে জীবিকা নির্বাহ হচ্ছে রোদ্রগ্রামের কয়ছর আলীর

কয়ছর আলীর সঙ্গে কথা বলছেন প্রতিবেদক 

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পাহাড়বেষ্টিত গ্রামের নাম রোদ্রগ্রাম। এ গ্রামে নানা প্রজাতির বাঁশ রয়েছে। এসব বাঁশের বেত দিয়ে নানান জিনিস তৈরি করছেন ওই গ্রামের বাসিন্দা মো. কয়ছর আলী (৭০)। বাঁশের বেতে জিনিস তৈরি করে প্রায় ৪০ বছর ধরে তার জীবিকা নির্বাহ হচ্ছে।

এভাবে জীবিকা নির্বাহ করতে পেরে আনন্দিত কয়ছর আলী। তিনি জানান, রোদ্রগ্রামে প্রচুর বাঁশ রয়েছে। তাই বেকার না থেকে বাঁশ সংগ্রহ করে বেত প্রস্তুত করি। এ বেত দিয়ে জিনিস তৈরি করে বাজারে বেচে আমার জীবিকা নির্বাহ হচ্ছে। 

তিনি বেকার বসে থাকতে রাজি নন। তাই বৃদ্ধ বয়সে পরিশ্রমের মাধ্যমে রোজগার করতে পেরে তিনি গর্ববোধ করেন। 

তিনি বলেন, সরকারি সহযোগীতা পাওয়ার আশায় সময় নষ্ট না করে কাজে ব্যস্ত থাকি। বাঁশের বেত দিয়ে ওড়া, ঝুড়ি, কুলা, ডালা, খাঁচাসহ নানা সামগ্রী তৈরি করছি। এসব স্থানীয় বাজারে বিক্রি করে ৫০০ থেকে ৭০০ টাকা রোজগার হয়। এছাড়া সন্তানরা নানা পেশায় কাজ করে রোজগার করছে। এসব দিয়ে পরিবার নিয়ে কোনোমতে খেয়ে পড়ে বেঁচে আছি। সৎভাবে রোজগার করার আনন্দটা আলাদা।

কয়ছর আলীর পরিবারের সদস্যরা জানান, বেঁচে থাকতে হলে বেশি কিছুর প্রয়োজন হয় না। সামান্যতেও চলা যায়। এখানে হতাশ হয়ে লাভ কি। আমরা অল্পতে খুশি। সুখেই আছি।

স্থানীয় বাসিন্দা মিলন মিয়া বলেন, কয়ছর আলী পরিবার নিয়ে রোদ্রগ্রামে বসবাস করে বাঁশের বেত দিয়ে নানা জিনিস তৈরি করে বিক্রি করছেন। এসব বিক্রির টাকায় তিনি পরিবার নিয়ে চলছেন। তিনি শান্তপ্রিয় লোক। সরকারিভাবে আর্থিক সহযোগীতা করলে তিনি হয়তো আরও এগিয়ে যেতে পারতেন।    

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক এ কে এম আবদুল্লাহ ভূঞা বলেন, যারা বাঁশের খাঁচা বানিয়ে জীবিকা চালান, তাদের প্রশিক্ষণ প্রদানের জন্য চেষ্টা করা হবে। তারা সমিতি গঠন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সমিতি করলে নিয়মানুযায়ী সেই সমিতিকে নিবন্ধনের বিষয়ে সহযোগিতা করা হবে। এতে প্রতিবছর আর্থিক অনুদান পাওয়ার সুযোগ থাকবে।

/টিপু/

সর্বশেষ

পাঠকপ্রিয়