‘কোনো রাজনৈতিক দলের সুবিধার জন্য এই আন্দোলন গড়ে ওঠেনি’
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ঝিনাইদহ জেলার চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। শনিবার (১০ আগস্ট) সকালে শহরের ফ্যামিলি জোন রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এলমা খাতুন লিখিত বক্তব্যে বলেন, স্বৈরাচার পতনের পর জেলার বিভিন্নস্থানে হানাহানি, দখল, বাড়িঘর ভাঙচুরসহ নানা নৈরাজ্য সংগঠিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এমন ক্ষয়ক্ষতিতে ছাত্রসমাজ দারুণ ব্যথিত। বিশেষ কোনো রাজনৈতিক দলের সুবিধার জন্য এই আন্দোলন গড়ে ওঠেনি। জেলায় নৈরাজ্য ঠেকাতে ছাত্ররা ঐক্যবদ্ধ। সকল অনৈতিক কর্মকাণ্ড ছাত্ররা পর্যবেক্ষণ করছে। অভিযুক্ত ব্যক্তিদের জনগণের নিকট জবাবদিহি ও ন্যায়বিচারের মুখোমুখি করা হবে। এছাড়া চলমান সংকটে জনমানুষের নিরাপত্তায় অনতিবিলম্বে পুলিশের দায়িত্বে ফেরার আহ্বান জানান সমন্বয়করা।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলার প্রধান সমন্বয়ক আবু হুরাইরা, রিহান হোসেন, শারমিন সুলতানাসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শাহরিয়ার/কেআই