ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বাগেরহাটে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ১০ আগস্ট ২০২৪  
বাগেরহাটে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফাইল ফটো

বাগেরহাটের মোরেলগঞ্জে পরীক্ষিত মিস্ত্রি (৫০) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ আগস্ট) সকালে উপজেলার উত্তর সুতালড়ী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরীক্ষিত মিস্ত্রী উত্তর সুতালড়ী গ্রামের খগেন্দ্রনাথ মিস্ত্রীর ছেলে। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্ত্রী সবিতা রানী বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে একটি পক্ষের সঙ্গে আমাদের বিরোধ চলে আসছিল। শনিবার বেলা ১১টার দিকে ওই বিষয়ে সালিস বৈঠক হওয়ার কথা ছিল। সালিসে যাওয়ার আগে মানসিক চাপে আমার স্বামী আত্মহত্যা করেছেন।

ওসি বলেন, থানা পুলিশের তৎপরতা এখনও শুরু হয়নি। তবুও যেহেতু একটি অপমৃত্যুর ঘটনা তাই সেনাবাহিনীর সহযোগিতায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শহিদুল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়