ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আন্দোলনে নিহতদের পরিবারকে খাদ্য সহায়তা

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ১০ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:১৫, ১০ আগস্ট ২০২৪
আন্দোলনে নিহতদের পরিবারকে খাদ্য সহায়তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালীর ২২ জনের পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আয়েশা হাফিজ ফাউন্ডেশন। শনিবার (১০ আগস্ট) পটুয়াখালী ইয়ুথ ফোরামের সহযোগিতায় জেলার ৮ উপজেলায় নিহতদের বাড়িত গিয়ে এ সহায়তা প্রদান করেন তারা। 

পরিবারগুলোকে দেওয়া সহায়তার মধ্যে ছিলো- ২৫ কেজি করে চাল, ৫ কেজি করে আলু, ২ লিটার করে তেল, এক কেজি করে পেঁয়াজ, ডাল, চিনি, আটা, লবণ ও দুইটি করে সাবান।

আয়েশা হাফিজ ফাউন্ডেশনের কর্ণধার আয়েশা হাফিজ বলেন, ‌‘আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। পরিবারগুলোর খোঁজ নিয়েছি। আগামীতে শহিদ পরিবারগুলোকে কিভাবে সহায়তা করা যায় সে বিষয়ে সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেব।’

ইমরান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়