ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

হাকিমপুরে বিজিবি মোতায়েন 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ১০ আগস্ট ২০২৪  
হাকিমপুরে বিজিবি মোতায়েন 

দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলা হাকিমপুরে (হিলি) বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী উপজেলা হওয়ায় সেনাবাহিনীর পরিবর্তে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে শনিবার (১০ আগস্ট) বিকেলে হাকিমপুর থানায় সংবাদ সম্মেলনে জানান জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ। 

লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন থানায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। হাকিমপুর  সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা পুলিশের পাশে থেকে এই এলাকার সব ধরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবো। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উপজেলায় এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ২০ বিজিবির উপ-সহকারী পরিচালক (এডি) মিজানুর রহমান, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) দুলাল হোসেন, ওসি (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম, হিলি সিপি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ফজলুর রহমান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।  

আরো পড়ুন:

মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়