ডাকাত ধরে সেনাবাহিনীর কাছে সোপর্দ
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নোয়াখালী সদর উপজেলা থেকে তিন ডাকাত আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এসময় তাদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল জব্দ হয়। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। শনিবার (১০ আগস্ট) আটককৃতদের ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন- রাসেল, নুরুদ্দিন ও তারেক।
সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাম্পের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল দিবাগত রাত ২টার দিকে নােয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের আন্ডারচর গ্রামে ১৫-২০ জন ডাকাত প্রবেশ করে। বিষয়টি বুঝতে পেরে গ্রামবাসী তাদের ধাওয়া দেয়। একপর্যাযে গ্রামবাসী তিন ডাকাতকে আটক করে মারধর করেন। পরে সুধারাম থানা ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার নাসিরের নেতৃত্বে দুটি টহল দল ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজন রাসেল, নুরুদ্দিন ও তারেক নামের ডাকাতকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। পরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ডাকাতদের। তাদের কাছে থেকে ২টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ শনিবার আটককৃত ডাকাতদের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সুজন/মাসুদ