ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদলের ৪ নেতাকে অব্যাহতি

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ১১ আগস্ট ২০২৪   আপডেট: ০৮:৪২, ১১ আগস্ট ২০২৪
শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদলের ৪ নেতাকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বগুড়ায় যুবদলের ৪ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১০ আগস্ট) জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহাদত হোসেন সোহাগের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চারজন হলেন- বগুড়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান আলী রাঙ্গা, লাহিড়ীপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন সরকার, গোকুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিপুল এবং শাজাহানপুর উপজেলা যুবদলের আহ্বায়ক নূর মোহাম্মদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমের নির্দেশে চার জনকে সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এনাম/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়