ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

নিহত পুলিশ সদস্যদের স্মরণে বরগুনায় মোমবাতি প্রজ্বলন

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ১১ আগস্ট ২০২৪   আপডেট: ০৯:৫১, ১১ আগস্ট ২০২৪
নিহত পুলিশ সদস্যদের স্মরণে বরগুনায় মোমবাতি প্রজ্বলন

সারা দেশে দুর্বৃত্তদের হামলায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে বরগুনার আমতলী থানা পুলিশ। শনিবার (১০ আগস্ট) রাত ১১টায় বৈদ্যুতিক আলো বন্ধ করে আমতলী থানা কার্যালয় জুড়ে মোমবাতি প্রজ্বলন করেন তারা।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাখওয়াত হোসেন তপু বলেন, সারা দেশে অসংখ্য পুলিশ সদস্যদের নির্মম নির্যাতন করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অনেকে।

তিনি আরও বলেন, দেশ ও জনগণের জান-মালের নিরাপত্তা দিতে গিয়ে পুলিশ সদস্যরা নিহত হয়েছেন। মোমবাতি প্রজ্বলন করে করে তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে আমতলী থানা পুলিশ। পাশাপাশি এই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানানো হয় এই কর্মসূচির মাধ্যমে।

ইমরান/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়