ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

টেকনাফে ২৯ কেজি স্বর্ণসহ আটক দুই

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ১১ আগস্ট ২০২৪  
টেকনাফে ২৯ কেজি স্বর্ণসহ আটক দুই

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২৯ কেজি স্বর্ণ এবং নগদ টাকাসহ দুই জনকে আটক করেছে বিজিবি। রোববার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

এর আগে, গতকাল রাতে উপজেলার ফুলের ডেইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উখিয়া কুতুপালং ১৩ নম্বর ক্যাম্পের মৃত লিয়াকত আলীর ছেলে ইয়াহিয়া খান (৪৫) ও মিয়ানমারের মংডু সুইজা এলাকার মৃত মীর আহমেদের ছেলে আনোয়ার সাদেক (৪০)।

লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চোরাকারবারিরা পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি বড় চালান এক বাড়িতে লুকিয়ে রেখেছেন। ওই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ২৯ দশমিক ১৫ কেজি স্বর্ণ ও নগদ ২৬ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়েছে।

তারেকুর/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়