ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সৈয়দপুরে অবতরণের সময় পাখির ধাক্কা, বিমান ক্ষতিগ্রস্ত

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ১১ আগস্ট ২০২৪   আপডেট: ১৫:২৯, ১১ আগস্ট ২০২৪
সৈয়দপুরে অবতরণের সময় পাখির ধাক্কা, বিমান ক্ষতিগ্রস্ত

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় পাখির ধাক্কায় বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। রোববার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে উড়ে এসে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৪৯১/৪৯২ মডেলের বিমানটির সামনের অংশ পাখির সঙ্গে ধাক্কা লাগে। এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ত্রুটি সারিয়ে ৭৩ জন যাত্রী নিয়ে বিমানটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার বাহাউদ্দিন জাকারিয়া বলেন, সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ৭১ জন যাত্রী নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় বিমানবন্দর সীমানার বাইরে বার্ড হিটের কবলে পড়ে। এতে বিমানে কিছুটা ত্রুটি দেখা দেয়। ত্রুটি সারিয়ে ৪ ঘণ্টা পর বিমানটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

সিথুন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়