ঢাকা     শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১২ ১৪৩২

মাদারীপুরে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীদের সাথে ভোক্তা অধিকার-সেনা

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ১১ আগস্ট ২০২৪  
মাদারীপুরে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীদের সাথে ভোক্তা অধিকার-সেনা

বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীদের সাথে সাদা পোশাকে সেনা সদস্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্য

মাদারীপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে শিক্ষার্থীদের সাথে বাজার মনিটরিং করছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সেনাবাহিনী। সেনা সদস্যরা সাধারণ পোশাকেই মনিটরিংয়ে নেমেছেন।

রোববার (১১ আগস্ট) দুপুরে মাদারীপুর শহরের ইটেরপুল বাজারের কাঁচা তরকারির দোকান, মুদি দোকান, মাংসের দোকান, মাছের দোকান, মুরগির দোকানে মনিটরিং চালানো হয়।

এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও প্রতিটি পণ্যের মূল্য তালিকা দোকানে টানিয়ে রাখার জন্য বলা হয়।

সাধারণ শিক্ষার্থীরা বলেন, ‘শহরের প্রতিটি বাজারে গিয়ে আমরা মনিটরিং করব। ব্যবসায়ীরা যেন প্রতিটি পণ্যের মূল্য তালিকা রাখেন এবং অতিরিক্ত দামে কোনো পণ্য বিক্রি না করেন।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘শহরের ইটেরপুল বাজারে শিক্ষার্থী ও সেনাবাহিনীকে সাথে নিয়ে বাজার মনিটরিং করা হয়। এ সময় ব্যবসায়ীরা যেন দ্রব্যমূল্যের দাম সহনশীল রাখেন ও মূল্য তালিকা টানিয়ে রাখেস সে ব্যাপারে তাদেরকে অবগত করা হয়।’

বেলাল রিজভী/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়