ঢাকা     বুধবার   ০২ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৯ ১৪৩১

শরীয়তপুরে ১১টি বেকারিতে শিক্ষার্থীদের অভিযান

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ১১ আগস্ট ২০২৪  
শরীয়তপুরে ১১টি বেকারিতে শিক্ষার্থীদের অভিযান

শরীয়তপুর বিসিক শিল্প নগরী ও শহরের ১১টি বেকারিতে অভিযান চালিয়েছেন শিক্ষার্থীরা। 

রোববার (১১ আগস্ট) দুপুরে এসব বেকারিতে অভিযান চালানো হয়। সে সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করতে দেখেন শিক্ষার্থীরা। 

পরে প্রতিটি বেকারির মালিকপক্ষ ও কর্মচারিদের অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন না করতে সচেতন করেন তারা। এ ছাড়া মাস্ক পরিধান করে যেন খাদ্য উৎপাদন করেন সে ব্যাপারেও সচেতন করা হয়। নির্দেশ অমান্য করলে পরবর্তীতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে বেকারিগুলোতে অভিযান চালিয়ে মালিকপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তারা। 

অভিযানে ১৬জন শিক্ষার্থী ছিলেন। সুস্থ ও সুন্দর পরিবেশে খাদ্য তৈরি ও প্রক্রিয়াজাত করার দাবি করেন শিক্ষার্থীরা।

অভিযানের সমন্বয়কারী সাঈদ মাহমুদ জানান, কিছু অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মানহীন খাদ্য তৈরির অভিযোগ রয়েছে। এ কারণে আজ শরীয়তপুর বিসিক শিল্প নগরী ও শহরের ১১টি বেকারিতে অভিযান চালানো হয়েছে। ছাত্ররা সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে এবং প্রশাসনের দায়িত্ব নেওয়া পর্যন্ত তাদের মনিটরিং অব্যাহত থাকবে। এছাড়াও, নগরের প্রতিটি বাজারে মনিটরিং কার্যক্রম চালিয়ে জনগণের কষ্ট লাঘব করার প্রচেষ্টা চলছে।

আকাশ/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়