পানিতে ডুবে ও বজ্রপাতে ৪ জেলায় ৭ জনের মৃত্যু
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
দেশের তিনটি জেলায় পানিতে ডুবে ও বজ্রপাতে ছয় জনের মৃত্যু হয়েছে। রোববার (১১ আগস্ট) টাঙ্গাইল, নওগাঁ ও শেরপুরে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
টাঙ্গাইল:
টাঙ্গাইলের বাসাইলে গোসলে নেমে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়া এলাকায় খসরু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৫৫) ও তার নাতনি খাদিজা (১২)।
স্থানীয় ইউপি সদস্য রানা হামিদ লিটন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুইদিন আগে সুফিয়া বেগম পরিবার নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। পরে দুপুরের দিকে দুই নাতনিকে সঙ্গে নিয়ে মরাবিলের পাড়ে পানি দেখতে যায়। এ সময় সুফিয়া বেগম ও তার এক নাতনি গোসলে নামেন। এক পর্যায়ে তারা দুজনেই পানিতে ডুবে যায়। এ সময় পিকনিকের নৌকার লোকজন তাদের দেখতে পেয়ে উদ্ধার করে। পরে স্বজনরা তাদের দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নওগাঁ:
নওগাঁর রাণীনগর উপজেলার রক্তদহ বিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবে দুইজন নিহত হয়েছেন। এছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুজন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার রক্তদহ বিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাণীনগর উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের এমদাদুলের মেয়ে তামান্না (১২) ও নওগাঁ সদর উপজেলার ভোঁপাড়া চন্ডিপুর গ্রামের হেলালের ছেলে রিফাত (১৭)।
এ ঘটনায় উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মিদুল (২৬) ও আদমদিঘী উপজেলার দমদমা গ্রামের দুলালী (৩৫) অসুস্থ অবস্থায় রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমান বলেন, ‘নৌকাডুবির ঘটনায় চার জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে দুইজন মারা গেছেন। আর দুইজন হাসপাতালে ভর্তি আছেন।’
শেরপুর:
শেরপুরের শ্রীবরদীতে আমন ধানের চারা রোপন করতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।
রোববার বিকাল ৪ টার দিকে উপজেলার সিংগাবরনা ইউনিয়নের নবীনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবীনপুর গ্রামের সিরাজুল হক ওরফে ভুড্ডুস মিয়ার ছেলে মামুন মিয়া (৪০) ও পার্শ্ববর্তী বগুলাকান্দি গ্রামের মৃত ফজল হকের ছেলে সাদু মিয়া (৬০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান লিটুল জানান, রোবার বিকালে কৃষক মামুন ও সাদু মিয়া মাঠে আমন ধানের চারা রোপনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে তারা দুজনেই মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ফরিদপুর:
ফরিদপুর শহরের মদনখালীর স্লুইসগেট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সালেহ আহমেদ (২০) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।
রোববার বেলা ১টার দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হন তিনি।
সালেহ আহমেদ শহরের টেপাখোলা এলাকার মো. হোসেন আহমেদের ছেলে। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই কলেজছাত্রকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায়। সন্ধ্যা সাতটা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালানো হয়। তবে তার সন্ধান পাওয়া যায়নি। আমরা ওই শিক্ষার্থীকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’
কাওছার/সাজু/তারিকুল/সনি