ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুরের নকলায় পল্লী চিকিৎসক হত্যার অভিযোগ

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ১১ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:২৯, ১১ আগস্ট ২০২৪
শেরপুরের নকলায় পল্লী চিকিৎসক হত্যার অভিযোগ

শেরপুরের নকলায় শফিকুল ইসলাম শফিক (৬০) নামে এক পল্লী চিকিৎসককে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১০ আগস্ট) রাতে দুর্বৃত্তরা প্রতিহিংসামূলক এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পরিবারের। 

নিহত শফিক উপজেলার টালকি ইউনিয়নের সাইলামপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের বড় ছেলে। তিনি পেশায় পল্লী চিকিৎসক ও মুদি ব্যবসায়ী। নিহত শফিকের ছোট ভাই মনজুরুল হক ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি।

নিহতের ভাই মনজুরুল হক জানান, শনিবার রাতে শফিকুল বাড়ির সামনে দোকানে অবস্থান করছিলেন। সেখানেই তার উপর হামলা চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রোববার (১১ আগস্ট) সকালে পরিবারের লোকজন দোকানে গিয়ে তার গলাকাটা লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. কাদির জানান, শফিকের লাশ উদ্ধার করা হয়েছে। এই খুনের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা চলমান আছে।

তারিকুল ইসলাম/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়