সবজির বস্তা থেকে গাঁজা উদ্ধার করলেন শিক্ষার্থীরা
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সবজির বস্তা থেকে ৯ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
রোববার (১১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বটতলা ক্লাবের পাশ থেকে এগুলো উদ্ধার করেন শিক্ষার্থীরা।
জয়মনিরহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ময়েন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মাদকদ্রব্য পাচারকারী একটি চক্র সবজির বস্তায় গাঁজা ভরে নিয়ে যাচ্ছে। বিষয়টি তাৎক্ষণিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের জানাই। পরে শিক্ষার্থীদের মধ্যে আবু সাইদ খন্দকার, শাকিল, লাইজু ও আবু সফিয়ানসহ জয়মনিরহাট ক্লাব মোড়ে ছোটখাটোমারী ব্রিজের পাশে অবস্থান নেন। এসময় বস্তা মাথায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আসতে দেখলে তার গতি রোধ করেন শিক্ষার্থীরা। পরে বস্তা ফেলে পালিয়ে যান মাদক বহনকারী ওই ব্যক্তি।
এরপর উদ্ধারকৃত বস্তাটি থানায় আনা হলে বস্তার ভেতর থেকে মিষ্টি কুমড়া, আলু ও পেঁয়াজের সঙ্গে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এসময় ঘটনাস্থল থেকে পাওয়া একটি মোবাইল সেটও থানায় জমা দেয় শিক্ষার্থীরা।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বস্তা থেকে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাদশাহ্ সৈকত/ইভা