ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ধর্মঘট

বান্দরবান প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ১২ আগস্ট ২০২৪   আপডেট: ১২:৫৭, ১২ আগস্ট ২০২৪
বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ধর্মঘট

বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশৈহ্লা মারমার পদত্যাগসহ সকল জেলা পরিষদের সদস্যদের অপসারণ করে অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ গঠনের দাবি জানিয়েছেন ‘বান্দরবান সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে সচেতন নাগরিক সমাজ।

সোমবার (১২ আগস্ট) সকালে জেলা পরিষদের মূল ফটকে অবস্থান ধর্মঘট পালন করে সচেতন নাগরিক সমাজ। 

আন্দোলনের বিষয়ে নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজি মজিবুর রহমান বলেন, আমাদের দাবি দুর্নীতিবাজ জেলা পরিষদ চেয়ারম্যান ক্যাশৈহ্লার ও সকল জেলা পরিষদের সদস্যদের অপসারণ করতে হবে। নতুন অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ পূর্ণগঠন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এ বিষয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, সকাল ৯টায় অফিসে এসে দেখি অবরুদ্ধ হয়ে আছে। পরে অবরোধকারীদের নেতৃত্বে কাজী মো. মজিবুর রহমান যে দাবি দাওয়া জানিয়েছেন, সে দাবিগুলো পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মাননীয় সচিব ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা'র কাছে অবহিত করেছি। তবে অবরোধকারীরা কোনো লিখিত অভিযোগ পত্র দেয়নি। মৌখিকভাবে যা যা বলেছেন, সেই কথাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবহিত করেছি। 

এদিকে এ বিষয়ে জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান জানান, আন্দোলনকারীদের অবস্থান ধর্মঘট পালনের কারণে আমরা সরকারি দাপ্তরিক কাজকর্ম করতে পারিনি। এখন জেলা পরিষদের সকল কর্মকর্তা হোটেল হলিডে ইন এ অবস্থান করছি। পরবর্তীতে কি হবে এখনো বলতে পরি না।


সর্বশেষ

পাঠকপ্রিয়