ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

পুলিশের লুট হওয়া ২৮ অস্ত্র ও ৬৬৭ রাউন্ড গুলি জব্দ করলো আনসার

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ১২ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:৪৫, ১২ আগস্ট ২০২৪
পুলিশের লুট হওয়া ২৮ অস্ত্র ও ৬৬৭ রাউন্ড গুলি জব্দ করলো আনসার

কুমিল্লার বিভিন্ন থানা থেকে লুট হওয়া ২৮টি অস্ত্র ও ৬৬৭টি গুলি জব্দ করেছে আনসার ভিডিপি। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কমান্ড্যান্ট রাশেদুজ্জামান।

আনসার জেলা অফিস সূত্রে জানা গেছে, গত ৫ তারিখে কুমিল্লার বিভিন্ন থানা ও কুমিল্লা পুলিশ লাইন্স থেকে অস্ত্র লুট হয়। পরে সরকারি নির্দেশনা মোতাবেক আনসার ভিডিপি সদস্যরা এসব অস্ত্র উদ্ধারে কাজ শুরু করে। কুমিল্লা জেলা অফিসের তত্ত্বাবধানে ২৮টি আগ্নেয়াস্ত্র, ৬৬৭ রাউন্ড গুলি, ১১টি খালি ম্যাগজিন, হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার করা হয়। 

আনসারের জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান জানান, বিভিন্ন এলাকায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করে এসব জব্দ করা এসব অস্ত্র সেনাবাহিনীর উপস্থিতিতে কুমিল্লা পুলিশ লাইন্সে জমা দেওয়া হবে।

তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ড্রেনের ভেতর, বন জঙ্গল থেকে খোঁজাখুঁজি করে এসব জব্দ করা হয়। এছাড়া এলাকার মসজিদের মাইকে জানান দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে এসব অস্ত্র গোলাবারুদ জব্দ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আনসার ভিডিপি কুমিল্লা রেঞ্জ পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য জানান, শুধু কুমিল্লায় নয়- নোয়াখালী,  ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুরেও বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, থানা পাহারা এবং ট্রাফিক এর দায়িত্বে আনসার ভিডিপি সদস্যরা সচেষ্ট রয়েছে।

রুবেল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়