ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ১২ আগস্ট ২০২৪  
সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

সোমবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে রাজশাহী কোর্ট শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি।

মানববন্ধনে বক্তব্য দেন- জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, কেন্দ্রীয় কমিটির সদস্য রাজকুমার শাও, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সুশেন্দ কুমারসহ প্রমুখ।

প্রায় ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সকল রাজনৈতিক দল তাদের ব্যবহার করে। তবে তাদের নিরাপত্তার প্রশ্নে কেউ পাশে দাঁড়ায় না। গ্রামাঞ্চলে লোকচক্ষুর আড়ালে ক্ষুদ্র জনগোষ্ঠীর বিভিন্ন বাসাবাড়িতে হামলা চলছে। পুকুরের মাছ লুট হওয়ার মতো ঘটনাও ঘটেছে।

তারা বলেন, ‘আমরা এমন স্বাধীনতা চাইনি। আমরা ভারতে যাবো না। আমরা এ দেশের নাগরিক, তাই এখানেই নিরাপদে থাকতে চাই। আমাদের নিরাপত্তা নিশ্চিত করা এখন রাষ্ট্রের দায়িত্ব।’ 

কেয়া/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়