ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ১২ আগস্ট ২০২৪  
জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার কলারোয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ইবাদুল হক (৫৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইবাদুল হক ওই গ্রামের আকবর সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বলিয়ানপুর গ্রামের আকবর, ইউসুফ, আব্দুল্লাহ, আজগর আলীদের সঙ্গে ইবাদুলের পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার জন্য সোমবার সকালে ভূমি জরিপকারী (আমিন) মাপ শুরু করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে আকবর, ইউসুফ, আব্দুল্লাহ ও আজগর উত্তেজিত হয়ে ইবাদুল ইসলামকে মারপিট করেন। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত আব্দুল্লাহ বলেন, ‘ইবাদুলকে মারপিট করা হয়নি। তিনি অসুস্থ ছিলেন। সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

শাহীন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়