ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় আন্দোলনে গিয়ে বাড়ি ফেরেনি ইসতিয়াক

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ১২ আগস্ট ২০২৪   আপডেট: ১৯:৩৯, ১২ আগস্ট ২০২৪
বগুড়ায় আন্দোলনে গিয়ে বাড়ি ফেরেনি ইসতিয়াক

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন স্কুল ছাত্র ইসতিয়াক হাসান (১৩)। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গত ৮ দিন ইসতিয়াকের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। ইসতিয়াক বগুড়া শহরের সুবিল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। 

ছেলেকে খুঁজে না পেয়ে সোমবার বিষয়টি সাংবাদিকদের জানান ইসতিয়াক হাসানের বাবা মোশারফ হোসেন। তিনি বগুড়া শহরের বৃন্দাবনপাড়ার বাসিন্দা। পেশায় রিকশাচালক। 

মোশারফ হোসেন জানান, তার ছেলে ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতো। কিন্তু সন্ধ্যার আগেই সে বাসায় ফিরে আসতো। কিন্তু গত রোববার (৪ আগস্ট) সকালে বাসা থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। এরপর রাত থেকে বিভিন্ন হাসপাতাল, আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। 

থানা-পুলিশের কার্যক্রম না থাকায় এ ঘটনায় জিডি করতে পারেননি বলেও জানান মোশারফ হোসেন। 

এ প্রসঙ্গে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, গত দুইদিন ধরে থানায় পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। স্কুল ছাত্র নিখোঁজের বিষয়টি আমার জানা নেই। থানায় জানালে আমরা অনুসন্ধান করে দেখবো।  

এনাম//

সর্বশেষ

পাঠকপ্রিয়