নোয়াখালীর দুই থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
সোমবার (১২ আগস্ট) দুপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নোয়াখালী জেলা কমান্ডেন্ট কার্যালয় থেকে এসব উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডেন্ট রোকসানা বেগম (বিভিএমএস) নোয়াখালী আর্মি ক্যাম্পের উপঅধিনায়ক মেজর রিফাত আনোয়ার এর নিকট উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডেন্ট কমান্ডেন্ট রোকসানা বেগম বলেন, গত ৫ আগস্ট চাটখিল ও সোনাইমুড়ি থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য মালামাল লুট করা হয়। লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য মালামাল উদ্ধারে আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছে। পাশাপাশি বিভিন্ন থানা পাহারা, সড়কে শৃঙ্খলা ফেরানোসহ এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতেও কাজ করছে তারা।
সুজন/কেআই