নাচানোর পর মোরগ-পোলাও খাইয়ে আপ্যায়ন করা হলো চোরকে
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চুরি করতে এসে ধরা পড়ার পর চোরকে মারধর বা পুলিশে না দিয়ে শাস্তি হিসেবে মিউজিকের সঙ্গে নাচিয়েছেন শিক্ষার্থীরা। পরে মোরগ-পোলাও খাইয়ে আপ্যায়ন করে ছেড়ে দেওয়া হয় তাকে।
সোমবার (১২ আগস্ট) বিকেলে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, চোরের মুখে সবুজ রং মাখিয়ে মিউজিকের তালে নাচাচ্ছেন শিক্ষার্থীরা। এ সময় চোরের সঙ্গে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকেও নাচতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে আশপাশ থেকে উৎসাহী মানুষজন ভিড় জমান শহরের মাদ্রাসা মোড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের মাদ্রাসা মোড়ের একটি দোকান থেকে গ্রিল চুরির সময় ওই চোরকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে মাদ্রাসা মোড়ে নিয়ে আসেন শিক্ষার্থীরা। সেখানে তাকে নাচিয়ে, কান ধরে উঠবস করিয়ে মোরগ-পোলাও খাওয়ানো হয়। আর কখনো চুরি করবেন না স্বীকার করলে ছেড়ে দেওয়া হয় তাকে।
শিক্ষার্থীরা বলেন, চুরির শাস্তি হিসেবে চোরকে মিউজিকের সঙ্গে নাচানো হয়েছে। ভবিষ্যতে আর কখনো চুরি করবেন না বলে স্বীকার করলে তাকে ছেড়ে দেওয়া হয়। তার আগে মোরগ-পোলাও দিয়ে আপ্যায়ন করা হয়। মারধর না করে তাদের সংশোধনের সুযোগ দেওয়া উচিত।
আরিফুল/কেআই