ঢাকা     শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১২ ১৪৩২

মানিকগঞ্জ ও  রাঙামাটিতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৮, ১৩ আগস্ট ২০২৪  
মানিকগঞ্জ ও  রাঙামাটিতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

দেশের দুই জেলা মানিকগঞ্জ ও  রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উভয় জেলায় এসব দুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কের জাগীর এলাকায় পণ্যবাহী ট্রাকের চাপায় স্কুল শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে। এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে  সদর উপজেলার ধলেশ্বরী সেতুর উপরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার জাগীর ইউনিয়নের গোলড়া চরখন্ড এলাকার বাদশা মিয়ার ছেলে সাইম হোসেন (১৫) এবং একই এলাকার জাহিদ হোসেনের ছেলে জাকির হোসেন (১৬)।

সাইম হোসেন জাগীর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র এবং জাকির হোসেন রঙ মিস্ত্রির কাজ করেন।

হাইওয়ে পুলিশ জানায়, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেলে করে দুই বন্ধু সাইম হোসেন ও জাকির হোসেন বাড়ি যাচ্ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর ধলেশ্বরী সেতুর উপরে মোটরসাইকেলের সামনে থাকা সেলফি পরিবহনের একটি বাস ব্রেক করে। 

বাসটি ব্রেক করার পর মোটরসাইকেলটি ব্রেক করলে পিছন থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাকির হোসেন মারা যায়। গুরুতর আহত অবস্থায় সাইম হোসেনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) রুপম চন্দ্রদাস জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালককে আটক করা হয়েছে। এরপর ঘাতক ট্রাক ও সেলফি পরিবহনের বাসটিকেও জব্দ করা হয়েছে। এঘটনায় গোলড়া থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।ঘাতক ট্রাকটি হেলপার চালাচ্ছিলেন বলেও জানান তিনি।

এদিকে, রাঙামাটির জুরাছড়ি উপজেলা সীমান্ত সড়কে চাঁদের গাড়ী ( জীপগাড়ী) খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয় জন আহত হয়েছেন। এদিন সন্ধ্যায় উপজেলার সাইচল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চিনিমং মারমা (২০) এবং মনু চাকমা (৪০)। হতাহতদের সকলে রাজস্থলী উপজেলার বালুমুড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকরা বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে চাঁদের  গাড়ি করে  বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার হতে বাজার করে নিজেদের গন্তব্যর উদ্দেশ্য যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলে চালক নিহত হন। 

স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে রাজস্থলী উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে আরেক জনের মৃত্যু হয়। আহতের মধ্যে চার জনের অবস্থা গুরুতর হওয়াতে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজে  পাঠানো হয়েছে।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সৌমেন্দ্র নাথ  বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায়  হাসপাতালে দুর্ঘটনা কবলিত এলাকা থেকে আটজন রোগী আনা হয়। তাদের মধ্যে দুজনকে মৃত পাওয়া যায়। অপর ছয় জনের  মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

চন্দন/বিজয়/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়