ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ১৪ আগস্ট ২০২৪   আপডেট: ১২:৩৯, ১৪ আগস্ট ২০২৪
চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া ২১টি আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা ও সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ-উল আলম বলেন, গত ৫ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এছাড়া থানা থেকে লুট করে নিয়ে যায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। লুট হওয়া এসব অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব। সেই সঙ্গে সচেতন নাগরিকদের তথ্য দিয়ে সহায়তার জন্য আহ্বান জানানো হয়।

তিনি আরও বলেন, গোয়েন্দা নজরদারি ও সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ২১টি আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- এসএমজি, চায়না রাইফেল, বিডি রাইফেল, শটগান, পিস্তল ও গ্যাস গান। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জামাদি চট্টগ্রাম উপ-পুলিশ কমিশনারের নিকট হস্তান্তর করা হয়েছে।

রেজাউল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়