ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেন্টমার্টিন থেকে ২ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, আটক ৭

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ১৪ আগস্ট ২০২৪  
সেন্টমার্টিন থেকে ২ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, আটক ৭

কক্সবাজারের সেন্টমার্টিনে অভিযান চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও বিপুল পরিমাণ বিদেশি মাদকসহ ৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে আনুমানিক এক নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে বাংলাদেশ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মায়ানমার সমুদ্র এলাকা থেকে সন্দেহজনক একটি কাঠের বোট বাংলাদেশ সমুদ্র এলাকায় প্রবেশ করে। কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে থামার সংকেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বোটটি আটক করে তল্লাশি চালিয়ে ৮৩ বোতল বিদেশি মদ ও দুই কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।

তারেকুর/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়