ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

ফরিদপুরে বিএনপির নেতাকর্মীদের শান্তি মিছিলে হামলা-ভাঙচুর

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ১৪ আগস্ট ২০২৪  
ফরিদপুরে বিএনপির নেতাকর্মীদের শান্তি মিছিলে হামলা-ভাঙচুর

শান্তি মিছিলে হামলা করে মাইক্রোবাসটি ভাঙচুর করা হয়

ফরিদপুরের মধুখালী উপজেলায় বিএনপি নেতাকর্মীদের শান্তি মিছিলে হামলা করা হয়েছে। আজ বুধবার (১৪ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলার দিঘলিয়া এলাকায় হামলা চালানো হয়।

শান্তি মিছিলের আহ্বায়ক বিএনপি নেতা মো. শামসুদ্দিন মিয়া ঝুনু জানান, বোয়ালমারী উপজেলা থেকে শুরু হওয়া শান্তির মিছিলে কয়েকশত মোটরসাইকেল ও মাইক্রোবাসের বহরটি আলফাডাঙ্গা উপজেলা ঘুরে মধুখালী উপজেলার দিঘলিয়া বাজার এলাকায় আসলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অর্ধশত মানুষ হামলা চালায়। হামলাকারীরা তাকে বহন করা মাইক্রোবাসে ভাঙচুর করে। 

এতে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানান তিনি।  

আরো পড়ুন:

শামসুদ্দিন মিয়া ঝুনু অভিযোগ করে সাংবাদিকদের জানান, একই দলের প্রতিপক্ষ সাবেক বিএনপির সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের লোকজন হামলা চালিয়েছে। দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি ধৈর্য ধারণ করে হানাহানি না করতে এবং দেশ গঠনের কাজে অংশ নেয়ার আহ্বান জানিয়ে এ শান্তি মিছিলের আয়োজন করা হয়। 
 

তামিম/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়