ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মিয়ানমারের ১৩ সীমান্তরক্ষী আটক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ১৪ আগস্ট ২০২৪  
মিয়ানমারের ১৩ সীমান্তরক্ষী আটক

আটক বিজিপি সদস্যরা

চলমান যুদ্ধে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে সীমান্ত দিয়ে বাংলাদেশের টেকনাফে প্রবেশের সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৩ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বুধবার (১৪ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

লেফট্যানেন্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, আজ বিজিপি’র ১৩ সদস্যকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় আটক করা হয়েছে। তাদের নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

এর আগে, গত ৬ ও ৭ আগস্ট মিয়ানমার থেকে নৌকাযোগে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে রোহিঙ্গারা। এসময় বঙ্গোপসাগরে তীব্র ঢেউ ও ঝড়ের কবলে পড়ে দুটি নৌকা ডুবে নারী ও শিশুসহ প্রায় অর্ধশতাধিক রোহিঙ্গার মৃত্যু হয়। 

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়