দেশত্যাগ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি বিজিবির
হিলি (দিনাজপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে যাওয়ার পর আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে। ধারণা করা হচ্ছে, গা-ঢাকা দিয়ে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন অনেকে। সাম্প্রতিক পরিস্থিতিতে তালিকাভুক্ত ব্যক্তিদের অবৈধভাবে সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
বুধবার (১৪ আগস্ট) বিষয়টি জানিয়েছেন জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ।
তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং তালিকাভুক্ত ব্যক্তিদের অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রতিবেশী রাষ্ট্রে প্রবেশ রোধে নজরদারি বাড়ানো হয়েছে। হিলি আইসিপিতে পাসপোর্ট ধারি যাত্রীসহ তালিকাভুক্ত ব্যক্তিদের ব্যাপারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, জয়পুরহাট জেলার আওতাধীন সকল থানার স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথভাবে কাজ করে চলেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। হাকিমপুর থানা সীমান্তের কাছে অবস্থিত হওয়ায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক প্লাটুন পুলিশ প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদানের জন্য নিয়োজিত রয়েছে।
মোসলেম/ইমন